পাহাড়ে সাঁড়াশি অভিযান চলবে

0
49

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, শান্তি কমিটির কার্যক্রমের জন্য মূলত তাদের সময় দেওয়া। যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। আমরা সিসিটিভির ফুটেজ স্থানীয়দের দেখিয়ে সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা করব। চাঁদের গাড়িতে করে যারা হামলা চালিয়েছে, অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।

আজ শুক্রবার (০৫ এপ্রিল) সকাল ১১টার দিকে বান্দরবান শহরের মেঘলা এলাকায় অবস্থিত পার্বত্য জেলা পরিষদ অডিটরিয়ামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, সাঁড়াশি অভিযান চলবে। সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে আমরা অভিযান পরিচালনা করব। অস্ত্র উদ্ধার এবং এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য সেনাবাহিনীকে সাথে নিয়ে আমরা আমাদের সকল শক্তি ও সম্পদ ব্যবহার করব।