পুঠিয়া প্রতিনিধিঃ আড়ানি পৌরসভার তেঁতুল তলায় বিভিন্ন মালবাহি ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এতে ট্রাক ড্রাইভার ও চাঁদা আদায় কারীদের মধ্যে বাকবিতন্ডা নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে।
একাধিক ট্রাক ড্রাইভারের অভিযোগ, পুঠিয়া আড়ানি হয়ে বাঘা সড়কে প্রতিনিয়ত ট্রাক বোঝাই কাঁচামাল ও বিভিন্ন ধরনের মালামাল পরিবহন করার জন্য আড়ানি পৌরসভার ভিতরের সড়ক দিয়ে তাদের যাতায়াত করতে হয়। এই সুযোগে আড়ানি পৌরভার মেয়রের অনুমোদনকৃত টোল আদায়ের নামে পৌরসভার তেঁতুলতলা নামক স্থানে ৫০ থেকে ৬০ টাকার চাঁদার রশিদ ট্রাক ড্রাইভারদের হাতে ধরিয়ে দেয় স্থানীয় কিছু লোকজন। তাদের ধার্য্যকৃত রশিদ নিতে না চাইলে বিভিন্ন সময় তাদের রোশানলে পড়তে হয়। এ থেকে বাচতে ট্রাক ড্রাইভারেরা বাধ্য হয়ে চাঁদা দিচ্ছেন।
এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন সুরাহা হয়নি বলে নাম প্রকাশ না করা শর্তেএকাধিক ট্রাক ড্রাইভারেরা অভিযোগ করেছেন। এবিষয়ে আড়ানি পৌরসভার মেয়র মুক্তার হোসেন বিষয়টি দাম্ভিকতার সাথে অস্বীকার করে বলেন, তারা শুধুমাত্র বালুর ট্রাক থেকে ১০ থেকে ২০ টাকা নিচ্ছে।