প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বশেমুরবিপ্রবি’র শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ৫ লাখ টাকা প্রদান

0
162

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ভাতা ও একদিনের বেতনের সমন্বয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লাখ টাকার চেক প্রদান করেছেন।

আজ ৫ মে (মঙ্গলবার) দুপুর ১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচর্য প্রফেসর ড.মো.শাহজাহান জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি’র শিক্ষক সমিতির সভাপতি ড. মো হাসিবুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম হিরা, সাধারণ সম্পাদক ওয়ালিদ মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম আশিকুর রহমান।

এছাড়া গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম ও উপস্থিত ছিলেন।