শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা

0
54

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্য শপথ নিলেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদেরকে শপথবাক্য পাঠ করান।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হয়। এটি সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। শপথ গ্রহণ শেষে নারী সংসদ সদস্যরা শপথ বইয়ে সই করেন। বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা।

জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম জানান, বিরোধী দল হিসেবে দায়িত্ব পেয়ে সংসদে শুধু খারাপটাই বলবেন, এমন না। এ সময়, ভালো কে ভালো বলতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৫০ জন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এর মধ্যে ৪৭ জন আওয়ামী লীগের, জাতীয় পার্টির ২ জন, একজন ১৪ দলীয় জোটের শরিক গণতন্ত্রী পার্টির।

সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচনি আইনের ১২ ধারা অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫০ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন। ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়।