টাঙ্গাইলের ভূঞাপুরে বন্ধ হয়নি বিপনি বিতান

0
107

আশিকুর রহমান,টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানায় বিপনি বিতান ও শপিংমলগুলো প্রশাসন বন্ধ ঘোষণা করলেও তা মানা হচ্ছেনা ভূঞাপুরে। এসব প্রতিষ্ঠান খোলা থাকায় ঈদ কেনাকাটায় হুমড়ি খেয়ে পড়েছে নানা বয়সী শ্রেণী পেশার মানুষ।

সকাল থেকেই বিভিন্ন বিপনি বিতান গুলোতে যেমন দেখা গেছে মানুষের জনস্রোত। ফুটপাত দখল করে গড়ে উঠা দোকান গুলোতেও একই চিত্র। মানুষের জনস্রোতে শহররের প্রধান সড়কে ক্ষণে ক্ষণে তৈরি হচ্ছে যানজটের। এসব স্থানের কোথাও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। ফলে সংক্রমণ ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

এদিকে সংক্রমণ ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে চারদিনের মাথায় গতকাল এক গণবিজ্ঞপ্তি মাধ্যমে আজ সকাল থেকে বন্ধ করে দেয়া হয় সকল ধরনের মার্কেট ও বিপনি বিতান। তবে সেই নির্দেশনা আমলে না নিয়ে বিপনি বিতান খোলা রেখেছে ভূঞাপুরের ব্যবসায়ীরা।