মোহনপুর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের মুক্তির দাবীতে প্রতিবাদ সভা ও মানবন্ধন

0
273

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক (২৬) ও তার বাবা ছলিম উদ্দীন সরদারকে মিথ্যা মামলায় হয়রানী এবং নিঃশর্ত মুক্তির দাবীতে মোহনপুর উপজেলা ছাত্রলীগ ও কেশরহাট পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ৫ টার দিকে কেশরহাট পৌরসভার এলাকায় প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।

কেশরহাট পৌরসভার ছাত্রলীগের সভাপতি মোমিনুল ইসলাম জীবনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহীন আলম এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও মানবন্ধনে বক্তব্য রাখেন,কেশর হাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলাম জীবন,সাধারন সম্পাদক শাহীন আলম,ঘাসিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকি,রায়ঘাটী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিনুর,জাহানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রানা হাসান বিদ্যুৎ সহ বিভিন্ন ইউনিট ছাত্রলীগের কর্মী

উল্লেখ্য, ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক গত ৪ মে একই এলাকার প্রাপ্ত বয়স্ক এক মেয়েকে বিয়ে করায় অপরাধে মেয়ের পরিবার থেকে সাজানো অপহরন মামলা দিয়ে মোহনপুর থানার পুলিশ গত ৭ আগষ্ট তার পিতাসহ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়ে দেয়। বক্তরা অবিলম্বে ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ও তার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবী জানান।