দক্ষিণ আফ্রিকায় একদিনে সর্বনিম্ন করোনা আক্রান্তের রেকর্ড

0
116

দক্ষিণ আফ্রিকায় সোমবার সবচেয়ে কমসংখ্যক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বিগত দুই মাসের মধ্যে এদিন মাত্র ৩৭৪০ জন নতুন রোগী শনাক্তের মাধ্যমে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৫৯৮ জনে।

অপরদিকে নতুন করে আরও ২১৩ জনের মৃত্যুর মধ্যে দিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে এখন ১০ হাজার ৬২১ জন হয়েছে।

সোমবার রাতে দেশটির স্বাস্থ্য অধিদফতর নিয়মিত করোনা আপডেট জানাতে গিয়ে গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, আক্রান্ত কমে আসার সঙ্গে সঙ্গে দেশটিতে সুস্থতার হার বেড়ে গেছে। বর্তমানে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ২০০ জন; যা মোট আক্রান্তের ৭৪ শতাংশ। তবে মৃত্যু হার এখনও ২.৩ শতাংশ।

বরাবরের মতো দেশটির ৯ প্রদেশের মধ্যে কেপটাউন, জোহানসবার্গ ও ইস্টার্ন কেপ প্রদেশ সংক্রমণের শীর্ষে অবস্থান করছে।

আক্রান্ত কম হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে সরকার প্রতিদিনের মতো আস্তে আস্তে পরীক্ষার সংখ্যাও কমিয়ে আনছে।