জামালপুরে ২৪ ঘন্টায় ৫১জনের করোনা শনাক্ত মৃত্যু ১জন, মোট মৃত্যু ১৮জন

0
82

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ১১ আগস্ট ২০২০ জামালপুরে ২৪ঘন্টায় আরও ৫১জনের কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও সদরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হলে পরে তার নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন সংক্রমণ শনাক্তদের মধ্যে জামালপুর সদরে ৩১জন, মেলান্দহ ২, মাদারগঞ্জ ২, ইসলামপুর ৪, দেওয়ানগঞ্জ ২, বকশীগঞ্জ ১০জন সংক্রমণ শনাক্ত হয়েছে। জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন এ খবর নিশ্চিত করেছে।

এ নিয়ে জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত ১০৮৪ জন। এর মধ্যে সদরে ৪৮৮জন, মেলান্দহ ১০১, মাদারগঞ্জ ৬১, ইসলামপুর ১৬৩, সরিষাবাড়ী ১২৮, দেওয়ানগঞ্জ ৪৮, বকশীগঞ্জ ৯৫জন। সর্বশেষ সুস্থ ২৬ জন (সদর- হোম আইসোলেশনে)। সর্বমোট সুস্থ ৮১৮ জন । এর মধ্যে সদর ৩৩৪, মেলান্দহ ৯০, মাদারগঞ্জ ৪৮, ইসলামপুর ১৩৫, সরিষাবাড়ী ৯৮, দেওয়ানগঞ্জ ৪০, বকশীগঞ্জ ৭৩জন।

সর্বশেষ মৃত্যু ১ জন (সদর- মৃতের নমুনায়)।সর্বমোট মৃত্যু ১৮ জন  (চিকিৎসাধীন ১২ জন – সদর ৩, দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ৪ ও মাদারগঞ্জ ২) (মৃতের নমুনায় ৬ জন – ইসলামপুর ৩, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১, সদর ১জন।
মোট রেফার্ড ১৯ জন।সর্বশেষ নমুনা সংগ্রহ ১২৯ টি। মোট নমুনা সংগ্রহ ৯৮৫১ টি। সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ১৭৭ টি। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ৭ জন এবং ছাড়পত্র ২২০ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৩৩, জন এবং ছাড়পত্র ৫৯৬ জন।মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৭৫৬ জন।