ঈশ্বরগঞ্জে সেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

0
115

মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শতাধিক অসহায়, দুস্থদের মাস কম্বল বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন `মায়ের মমতা কল্যাণ সংস্থা`।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার তারু‌ন্দিয়া ইউ‌নিয়‌নের সাখুয়া বাজারে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও সংগঠনটির তালিকা ভুক্ত দুস্থদের মাঝে মাসিক দুস্থ ভাতাও প্রদান করা হয়।

মায়ের মমতা কল্যাণ সংস্থা’র সাখুয়া বাজার ইউনিটের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে কোষাধক্ষ ম‌নির হু‌সেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি‌শিষ্ট কথা সা‌হি‌ত্যিক ও মা‌য়ের মমতা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপ‌তি অধ্যাপক ফজলুল হক।

‌বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন, বি‌শিষ্ট রাজ‌নৈ‌তিক ব্য‌ক্তিত্ব ও সমাজ সেবক প্রভাষক ফ‌রিদ খান। আরোও উপ‌স্থিত ছি‌লেন বি‌শিষ্ট রাজ‌নৈ‌তিক ব্য‌ক্তিত্ব এনামুল হক, মায়ের মমতা কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য কোহিনূর নাহার লি‌পি, শিক্ষা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সা‌বিনা ইয়াস‌মিন, সাখুয়া বাজার ইউনি‌টের সাধারণ সম্পাদক প্রভাষক দে‌লোয়ার হো‌সেন ও সাংগঠ‌নিক সম্পাদক সু‌হেল রানা প্রমুখ।