আইপিএলের স্পন্সর হবে বাবা রামদেবের প্রতিষ্ঠান

0
114

লাদাগ সীমান্ত বিষয়ে চীনের সঙ্গে সম্পর্কের উত্তেজনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে স্পন্সরশীপ তুলে নিয়েছে চীনার মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিভো।

যে কারণে আগামী মাসের ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের এখন পর্যন্ত কোনো টাইটেল স্পন্সর নেই। এরইমধ্যে ভারতের অনেক প্রতিষ্ঠান জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজির স্পন্সর হতে চেয়ে আবেদন করেছে। তাদের মধ্যে জিও, অ্যামাজন, টাটা গ্রুপ, আদানি গ্রুপ ও বাইজুসের মতো জনপ্রিয় ও বিখ্যাত প্রতিষ্ঠানগুলো অন্যতম। সেই দৌড়ে এবার নাম লিখিয়েছে ভারতের আয়ুর্বেদ ও যোগব্যায়াম বিশেষজ্ঞ বাবা রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলি।

আইপিএলের জনপ্রিয়তাকে ব্যবহার করে নিজের কম্পানিকে বিশ্বব্যাপী পরিচিতি পাইয়ে দিতে আটঘাট বেঁধে নেমেছেন বাবা রামদেব। বিষয়টি গণমাধ্যমে অকপটে স্বীকার করলেন রামদেবের প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। ভারতীয় সংবাদ ইকোনমিক টাইমসকে পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারওয়ালা বলেছেন, ‘আমরা এ বছর আইপিএলের টাইটেল স্পন্সর হতে বেশ আগ্রহী। কারণ আমরা পতঞ্জলি ব্র্যান্ডকে আন্তর্জাতিক মঞ্চে তুলতে চাই। সরাসরি বিসিসিআইয়ের কাছে প্রস্তাব দিতে চাই। ’

ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট হরিশ বিজুর জানিয়েছেন, ‘আইপিএলের স্পন্সর হতে পারলে রামদেবের পতঞ্জলিই বেশ লাভবান হবে। বর্তমান পরিস্থিতিতে চীনা প্রতিষ্ঠান বাদ দিয়ে যে কোনো ভারতীয় প্রতিষ্ঠানকে টাইটেল স্পন্সর করাই শ্রেয়। এটা জাতীয় স্বার্থের দিক থেকে ভালোই হবে।’

তথ্যসূত্র: ইকোনমিকস টাইমস, টাইমস অব ইন্ডিয়া