শ্রীনগরে মৎস্য অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

0
69

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে মৎস্য সম্পদ ধবংসকারী ক্ষতিকর নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। গত বুধবার সকাল থেকে রাতে পদ্মা নদী এলাকার ভাগ্যকুল, মান্দ্রা ও বালাশুরে বিশেষ কম্বিং অপারেশনের আওতায় অভিযান চালানো হয়। ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১টি বেহুন্দি জাল ও দুটি ভেসালের জাল আটক করা হয়।

এদিন রাত ১০ টার দিকে উপজেলার উত্তর বালাশুর একটি জাল তৈরির কারখানা থেকে ১৬৮ বস্তা চায়না দোয়াইর জব্দ করা হয়। যার আনুমানি বাজার মূল্য ৪২ লাখ টাকা। নিষিদ্ধ ফাঁদ (চায়না দোয়াইর) তৈরির অপরাধে শেখ ফিসিং এন্টারপ্রাইজের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করেন শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক। তিনি জানান জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা এটিএম তৌফিক মাহমুদ, নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ সদস্য। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।