জামালপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত,সর্বমোট শনাক্ত ১০৩৩জন

0
96

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ১০ আগষ্ট ২০২০ জামালপুরের আরও মোট ১৬ জন কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে এর মধ্যে জামালপুর সদরে ১৪জন এবং সরিষাবাড়ীতে ২জন। এই নিয়ে জেলায় সর্বমোট ১০৩৩জন করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

এর মধ্যে জামালপুর সদর ৪৫৭জন, মেলান্দহ ৯৯, মাদারগঞ্জ ৫৯, ইসলামপুর ১৫৯, সরিষাবাড়ী ১২৮, দেওয়ানগঞ্জ ৪৬, বকশীগঞ্জ ৮৫জন। সর্বমোট সুস্থ ৭৯২ জন ।এর মধ্যে সদর ৩০৮জন, মেলান্দহ ৯০, মাদারগঞ্জ ৪৮, ইসলামপুর ১৩৫, সরিষাবাড়ী ৯৮, দেওয়ানগঞ্জ ৪০, বকশীগঞ্জ ৭৩জন।

সর্বমোট মৃত্যু ১৭ জন (চিকিৎসাধীন ১২ জন – সদর ৩, দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ৪ ও মাদারগঞ্জ ২)
(মৃতের নমুনায় ৫ জন – ইসলামপুর ৩, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১)। মোট রেফার্ড ১৯ জন। সর্বশেষ নমুনা সংগ্রহ ১৪৬ টি। মোট নমুনা সংগ্রহ ৯৭২২ টি। সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৯৩ টি।

সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৯৩ টি। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ৭ জন এবং ছাড়পত্র ২২০ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২০৮, জন এবং ছাড়পত্র ৫৬৬ জন। মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৭৫৬ জন।