ইসরায়েলের বিরুদ্ধে দ.আফ্রিকার মামলায় বাংলাদেশের সমর্থন

0
37

আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় সমর্থন জানিয়েছে বাংলাদেশ।

এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানায়।

ফিলিস্তিনের মানুষের জন্য অস্থায়ী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে দক্ষিণ আফ্রিকার অনুরোধকেও সমর্থন করেছে বাংলাদেশ।

যেখানে অবিলম্বে গাজায় হামলা বন্ধ করা এবং সব এলাকায় নিরাপদ,পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার অনুমতি দেওয়ার অনুরোধ অন্তর্ভুক্ত রয়েছে।

পাশাপাশি ফিলিস্তিনের ওপর ইসরায়েলের দখলদারির অবসান এবং গাজায় টেকসই ও স্থায়ী সমাধানের জন্য স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথাও পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

আইসিজিতে দক্ষিণ আফ্রিকার অভিযোগ, গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে জাতিসংঘের জেনোসাইড প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত ১৯৪৮ সালের কনভেনশন লঙ্ঘন করেছে ইসরায়েল।