বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের মরণোত্তর বিচারের দাবি তথ্য প্রতিমন্ত্রীর

0
92

বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে, জাতীয় শোক দিবসে আমাদের বাঙালি জাতির এবার একটাই শপথ থাকবে- বঙ্গবন্ধুর পলাতক হত্যাকারী খুনিরা, আত্মস্বীকৃত খুনিরা বিদেশের মাটিতে পলাতক রয়েছেন, তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ফিরিয়ে এনে হাইকোর্ট কর্তৃক যে দণ্ডাদেশ ঘোষিত হয়েছে সেই রায় কার্যকর করতে হবে। ’

রোববার (০৯ আগস্ট) সচিবালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ‘আলোকচিত্র, ডিজিটাল ডিসপ্লে ও সংবাদপত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।

তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার যারা মূল পরিকল্পনাকারী, নীল নকশা প্রণয়নকারী তাদের মুখোশ বাঙালি জাতির সামনে উন্মোচিত করতে হবে।

এসময় এ দেশের একজন নাগরিক ও বঙ্গবন্ধুর এই দেশের একজন সন্তান হিসেবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মূল পরিকল্পনাকারীদের মরণোত্তর বিচারের দাবি জানান ডা. মুরাদ হাসান।

প্রসঙ্গত, তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া তথ্য সচিব কামরুন নাহার, সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরীসহ তথ্যমন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।