কবিতা: শীতের সকাল

0
227

শীতের সকাল
সুদীপ চন্দ্র হালদার

পশুপাখি গেয়ে ওঠে সূর্য্যিমামা আসার আবাহনগীতি,
দেহাবসন ছেড়ে নিজেকে মেলে ধরে খসখসে বিরক্তির মুখে,
কুজ্ঝটিকায় ঘেরা উপমাহীন সৌন্দর্যে ঢাকা সবুজ ছায়াঘন
সুনির্মল প্রকৃতি, আহা-এই বুঝি শীতের সকাল।

সূর্যের মিঠামুখ দেখার জন্য প্রহর গুনছে সবাই,
হিমেল বাতাসে ভেসে আসে মিষ্টি মিষ্টি গন্ধ,
সোনা রোদের মুখে যেন কুয়াশার পাহাড়,
সরিষা ফুলের হলুদ ক্ষেতে মৌমাছির গুঞ্জরণ, আহা-কি অপূর্ব!

আলস্যের চাদর-কুয়াশার ধূম্রজাল চিরে উঁকি দেয় সূর্য,
চিড়া মুড়ির সাথে পাটালিগুড়ের আয়োজন,
খেজুর গুড়ের পিঠা, পায়েস খেতে খেতে রোদ পোহান,
কুন্ডলী পাকিয়ে আগুনের উত্তাপ নেয়াতে সে কি নির্মল আনন্দ!

কনকন শীতে কিষাণ চলেছে চাদর গায়ে ফসলের মাঠে,
শুকনো ধান সিদ্ধ করতে ব্যস্ত কিষাণী,
দরিদ্রের কষ্টের শীত যেন ধনীর আভিজাত্য,
রেলস্টেশনে শীতে গুটিসুটি হয়ে বসে রয়েছে অনাথ শিশুটি।

বাহারি ফুলে সকালের স্বর্ণরাঙা রোদ যেন অতি মোহনীয়,
ডেইজি-ডালিয়া-চন্দ্রমল্লিকার সমারোহে অপরূপা যেন প্রকৃতি,
সকাল বেলার ঝিকিমিকি রোদে ফুলে যেন স্বর্গীয় সুষমা,
এপিঠ-ওপিঠ মিলিয়ে শীতের সকাল যেন রোমাঞ্চকর-অনন্যা!