নান্দাইলে এমপি’র নামে ফেক আইডি চালু, কাওকে যুক্ত না হওয়ার আহ্বান এমপির

0
128

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদকঃ ১৫৪, ময়মনসিংহ -৯ নান্দাইল আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের ফেসবুক আইডিরর নামের সাথে হুবহু মিল রেখে কে বা কারা আরেকটি ফেসবুক আইডি/পেইজ চালু করেছে। এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিষয়টি এমপি’র দৃষ্টিতে আসলে তিনি সবাইকে তার নামে নতুন আইডি থেকে সাবধান থাকতে বলেছেন।

নান্দাইল উপজেলার এ্যাম্বাসেডর রবি আকন্দ জানিয়েছেন যে, ইতিমধ্যে এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন এর নামে ‘Anwarul Abedin Khan MP’ নামে ফেইসবুক আইডি এবং আনোয়ারুল আবেদীন খান তুহিন এম.পি নামে একটি ফেইসবুক পেইজ চালু রয়েছে। (যাহার লিঙ্ক ছবিতে দেয়া আছে)

কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, এর বাইরে কে কাহারা উক্ত নামে আরও পেইজ কিংবা আইডি ব্যবহার করছে।

উপর উল্লেখিত ফেইসবুক আইডি এবং ফেইসবুক পেইজ ব্যতিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয়ের কোন ফেইসবুক আইডি কিংবা পেইজ নেই।

Anwarul Abedin Khan MP (লিংক সংযুক্ত)নামে ফেইসবুক আইডি এবং আনোয়ারুল আবেদীন খান তুহিন এম.পি নামে ফেইসবুক পেইজ ব্যতিত এ-ই নামে অন্য কোন আইডিতে সবাইকে সংযুক্ত না হওয়ার জন্য এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন অনুরোধ জানিয়েছেন।