ফের ছুটি বাড়ালো ইসলামী বিশ্ববিদ্যালয়

0
91

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৬ আগস্টের পরিবর্তে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ। রেজিস্ট্রার জানান, করোনার সংক্রমণ পরিস্থিতি আশানুরূপ উন্নতি না হওয়ায় সরকারি সাধারণ ছুটির মেয়াদ ধারাবাহিকভাবে বৃদ্ধির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত পত্রের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে গত ৩০ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিলো।

এদিকে ১৩ এপ্রিল থেকে ক্লাস-পরীক্ষা এবং আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। তবে অনলাইন একাডেমিক কার্যক্রম অব্যাহত থাকবে।