টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি না মানায় বন্ধ করে দেয়া হলো শপিংমল ও বিপনি বিতান

0
90

আশিকুর রহমান,টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানায় চারদিন পাড় না হতেই মার্কেট ও শপিমলগুলো বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। গেল রোবাবার খোলার খবর পেয়ে হুমড়ি খেয়ে পড়ে নানা বয়সী শ্রেণী পেশার মানুষ। জেলার বিভিন্ন বিপনি বিতানগুলোতে দেখা যায় মানুষের জনস্রোত।

যার ফলে করোনা সংক্রমণ ঝুঁকি বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করে সচেতন মহল। অার বিষয়টি নজরে আসে প্রশাসনের। এরফলে চারদিনের মাথায় এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ মে থেকে বন্ধ করে দেয়া হয় সকল ধরনের মার্কেট ও বিপনি বিতান।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো শহীদুল ইসলাম জানান, জনসাধারনের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে আগামীকাল থেকে সকল ধরনের মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে ওষুধ ও কাঁচামালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট খোলা রাখা যাবে।