সোয়ালোজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন

0
127

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: প্রানঘাতি করেনা ভাইরাসের কারনে বেসরকারী উন্নয়ন সংস্থা থানাপাড়া সোয়ালোজে কর্মরত কর্মহিন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে সোয়ালোজের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নাগরিক সারাডেভিসের আর্থিক সহায়তায় প্রায় দেড় শতাধিক শ্রমিকের হাতে খাদ্র সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

সোয়ালোজ সুত্রে জানা যায়. বেসরকারী উন্নয়ন সংস্থা থানাপাড়া সোয়ালোজের বন্ধু হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিক সারাডেভিস বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমনে শ্রমিকদের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যাক্ত করেন। পরে তিনি কর্মহিন হয়ে পড়া সোয়ালোজের শ্রমিকদেও মুখে খাবার তুলে দিতে সুদুর যুক্তরাষ্ট্র থেকে সোয়ালোজের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন সারাডেভিস। পরে সোয়ালেজে কর্মরত দেড়শতাধিক শ্রমিককে ৭ সাত দিনের খাবার সামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, থানাপাড়া সোয়ালোজের পরিচালক রায়হান আলী, সহকারী পরিচালক মাহমুদা বেগম(গিনি). সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামুল হক, ৫ নং ওয়ার্ড কমিশনার আজমল হোসনে মতি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, প্রমুখ।