ঈদের পরে বাড়তে পারে করোনা সংক্রমণ ; স্বাস্থ্যমন্ত্রী

0
84

ঈদে মানুষের গাদাগাদি করে বাড়ি যাওয়ার কারণে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

করোনায় মৃত্যুহার কমে যাওয়া স্বস্তিদায়ক বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় ভ্যাকসিন যেখানেই বের হবে, দেশের মানুষের জন্য সেখানে থেকেই দ্রুত সংগ্রহ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেন, ঈদে অনেক মানুষ গ্রামের বাড়িতে গেছে এজন্য সংক্রমণ কিছুটা বাড়তে পারে। গত কয়েকদিনে আমাদের সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা কমে গেছে। মৃত্যুর হার কমে যাওয়াটা একটা সফলতা।