এক কোটি গ্রাহককে বিদ্যুতের প্রিপেইড মিটারের আওতায় আনা হবে

0
85

মুজিববর্ষে সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমান সরকারের সময়েই এক কোটি গ্রাহককে বিদ্যুতের প্রিপেইড মিটারের আওতায় আনা হবে। এছাড়া ৩ থেকে ৪ বছরের মধ্যে বিদ্যুতের সব লাইন ভূ-গর্ভস্থ করা হবে। ধানমন্ডিতে প্রথম কাজ শুরু হবে।

ঈদের ছুটি শেষে সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে ব্রিফিংয়ে এ সব কথা বলেন তিনি।

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান বলেন, বাসা বাড়িতে গ্যাস লাইন দেয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই সরকারের। এখন এলপিজির দামও নির্ধারণ করে দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।