মুন্সিগঞ্জ

শ্রীনগরে ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় ও বেলতলী জিকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট, কেরাম বোর্ড, দাবাসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর। এর আগে তিনি বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে কুশুল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়, পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী রমিজউদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ মিথুন, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন আলমাস, তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক দুলাল, আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সিকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ, হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মুকুল, আওয়ামী লীগ নেতা জুলহাস হোসেন পাপ্পু, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পলাশ, উপজেলা ওলামা লীগের সভাপতি মো. আলীনূর শেখ, যুবলীগ নেতা হুমায়ুন সিকদার, মোহাম্মদ আলী কেলে, আক্তার হোসেন আকাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুব রহমান, মহাসিন হোসেন, ছাত্রলীগ নেতা ইভান সিকদারসহ অনেকে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button