খুলনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি

0
77

আহছানুল আমীন জর্জ, খুলনা : ২ আগস্ট রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় কর্তৃক পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কোরবানির চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় বিষয়ক বিশেষ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে কোরবানির চামড়া ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ বিষয়ক বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা বাস্তবায়নে পাওয়ার হাউজ মোড়ে (চামড়া পট্টি) চামড়া ক্রয়-বিক্রয় কার্যক্রম ও সংরক্ষণ প্রক্রিয়া তদারকি করা হয়। ব্যবসায়ীদের মাঝে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত লিফলেট বিতরণ করা হয়। একই সাথে চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত লবণ মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। সংশ্লিষ্ট সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হয়।