রাজনীতি

প্রতিদিন গভীর থেকে গভীরতম সংকটের দিকে এগিয়ে যাচ্ছে দেশ: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, অর্থনৈতিকভাবে বর্তমান সরকার দেউলিয়াত্ববরণ করেছে। প্রতিদিন গভীর থেকে গভীরতম সংকটের দিকে যাচ্ছে। আফসোস আমরা এমন একটি দেশে বসবাস করছি, যেখানে গণতন্ত্র নাই। অর্থনৈতিক স্থিতিশীলতা নাই। ন্যায় বিচার নাই। মানবিক অধিকার নাই। সামাজিক শান্তি নাই। ছেলে মেয়েদের লেখাপড়ার ভাল ব্যবস্থা নাই। যুবসমাজের চাকুরীর ব্যবস্থা নাই। স্বাস্থ্যের সুব্যবস্থা নাই।সুশাসন নাই। সকলে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি। ঘরে ঘরে বিবাদ সৃষ্টি হয়েছে।

তিনি শুক্রবার রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সর্বশেষ জরিপ অনুযায়ী দেশের প্রায় ৯১ শতাংশ মানুষ গণতন্ত্র চায় এবং সরকারের কর্মকাণ্ড সমর্থন করে না। গণতন্ত্রের পরিবর্তে আমরা পেয়েছি সর্বত্র টেন্ডারবাজি, চাঁদাাবজি, অস্ত্রবাজি, দখলবাজি, অবিচার এবং সর্বোপরি দুর্নীতি, যা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।ঘুষ ছাড়া কোন কাজ হয় না, যুবসমাজ হতাশ, বিদেশে পাড়ি দিচ্ছে, দেশ এখন মেধাশুন্য হয়ে পড়েছে। এ ধরনের স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এটি কি আমাদের কাম্য ছিল।

কর্নেল অলি বলেন, দেশের সকল স্তরের মানুষকে বিরাজমান প্রকৃত অবস্থা অনুধাবন করতে হবে। অন্ধকার থেকে বের হয়ে আমাদের সোচ্চার হতে হবে। হাত গুটিয়ে ঘরে বসে থাকার সময় নাই। নিজেদের দাবি আদায়ের জন্য ঘর থেকে বের হয়ে আসতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য সংগ্রাম করতে হবে, সত্য ও ন্যায়ের পথে যারা রাজনীতি করছে তাদের কাতারে শামিল হয়ে সুশৃঙ্খলভাবে রাস্তায় নামতে হবে, বিজয় ইনশাআল্লাহ হবেই।
সমাবেশে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক এডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক এডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর পূর্ব এলডিপি’র সভাপতি মো. সোলায়মান, পশ্চিম এলডিপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপি’র সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক আইনজীবি ফোরামের সভাপতি এড.নূরে আলম, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি এবিএম সেলিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসানসহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button