মুন্সিগঞ্জ

শ্রীনগরে কুকুটিয়া কমলাকান্ত ইনস্টিটিউশনে জিপিএ-৫ প্রাপ্তদের কৃতী সংবর্ধনা

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী কুকুটিয়া কমলাকান্ত ইনস্টিটিউশনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৩ দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের অডিটোরিয়ামে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৪ জন কৃতী শিক্ষার্থীকে ল্যাপটপসহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।

বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও ঢাকা ইমপিরিয়াল কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল হোসেন বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জহির আহমেদ, মো. রাজু রহমান, মো. শাকিল আরমান হুমায়ুন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমলানন্দ বসু ও সঞ্চালনায় সহকারী শিক্ষক মাওলানা মো. মনির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. তপন শেখ, শরাফত হোসেন উজ্জ্বল, মো. মনির হোসেন শেখ, কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বলসহ ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমন্ত্রিত অতিথিরা কৃতী শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত গায়ত্রী বসু, হাফিজা আক্তার নদী, ফাহমিদা আক্তার লুবণা ও ইয়াসিন কাউসার সিফাতের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এতে কৃতি শিক্ষার্থীরা তাদের আনন্দ ও অনুভূতির কথা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার এসএসসি পরীক্ষায় উপজেলায় কুকুটিয়া কমলাকান্ত ইনস্টিটিউশন তৃতীয় স্থান অর্জন করেছে। বিদ্যালয়ে পাশের হার ৯৪ শতাংশ।

এছাড়া উপজেলায় একমাত্র ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কুকুটিয়া কমলাকান্ত ইনস্টিটিউশনের পাশের হার ৯৭ শতাংশ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button