আড়িয়ল বিলে লাখ লাখ টাকার শাপলা বিকিকিনি
আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে বির্স্তীণ আড়িয়ল বিলের শাপলা যাচ্ছে রাজধানীর বিভিন্ন সবজির পাইকারীর হাটবাজারে। ভোরের সূর্য উঠার আগে ছোট ছোট ডিঙ্গি কোষা নৌকা নিয়ে শাপলা কুড়াতে বেড়িয়ে পড়ের স্থানীয়রা। দিনের কয়েক ঘন্টা আড়িয়ল বিলে শাপলা কুড়িয়ে নৌকা ভর্তি করে ফিরে আসছেন। এসব শাপলা স্থানীয় পাইকারের কাছে বিক্রি করে প্রতিদিন আয় হচ্ছে হাজার হাজার টাকা।
প্রতিদিন বিল এলাকার বিভিন্ন স্থানে অন্তত ৩ লাখ টাকার শাপলা কেনাবেচা হচ্ছে জানান স্থানীয়রা। বর্ষা মৌসুমে আড়িয়ল বিলের শ্রীনগর অংশে বিলপাড়ের প্রায় দুই শতাধিক পরিবারের সংসার চলছে। গড়ে প্রতিদিন এ অঞ্চল থেকে অন্তত ১৩-১৫ ট্রাক শাপলা ঢাকার যাত্রাবাড়ি, কারওয়ান বাজার, শ্যামবাজার, সাভারসহ বিভিন্ন সবজির বাজারে নিয়ে বিক্রি করা হচ্ছে। বর্ষা মৌসুমে এই অঞ্চলে তেমন কোন কাজ না থাকায় নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষগুলো আড়িয়ল বিলে মাছ শিকারের পাশাপাশি শাপলা কুড়িয়ে জীবন নির্বাহ করেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার গাদিঘাট, হাঁসাড়া, আলমপুর, বাড়ৈখালী, ষোলঘর এলাকার বেশকিছু স্থানে সড়কের পাশে ণোঙ্গর করা নৌকা ভর্তি শাপলার স্তুপ।
এসব শাপলা হাতে হাতে আটি বাঁধা হচ্ছে। বিকালে নৌকা থেকে শাপলার আটি গুনে গুনে ভরা হচ্ছে পিকআপ ভ্যান ও ট্রাকে। বর্ষায় আড়িয়ল বিল জুড়ে প্রাকৃতিকভাবে জন্মানো শাপলা কুড়িয়ে বিক্রি করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলেন, খুব সকালে নৌকা নিয়ে আড়িয়ল বিলে শাপলা সংগ্রহ করে বিকালে পাইকারের কাছে বিক্রি করেন।
গাদিঘাটের সুমন, মোশারফজ, নুর হোসেন, আমির হোসেন বলেন, ৭০টি করে শাপলা দিয়ে আটি বাঁধা হয়। প্রতি আটি শাপলা দাম ধরা হচ্ছে ১৮-২০ টাকা।
আলমপুরের মালেক মিয়া, সেলিম হোসেন বলেন, বিল সংলগ্ন বিভিন্ন সড়কের পাশে শাপলা কেনাবেচা হচ্ছে। শাপলা বিক্রি করে একেকজন দৈনিক ৮০০-১০০০ টাকা আয় করতে পারছেন। আয়নাল হক নামে এক শাপলার পাইকার বলেন, দেশেব্যাপী শাপলা সবজি হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রাজধানীর বিভিন্ন সবজির বাজারগুলোতে শাপলার ব্যাপক চাহিদা রয়েছে। স্থানীয়দের কাছ থেকে শাপলা সংগ্রহ করে ঢাকায় নিচ্ছি। নৌকা থেকে শাপলা ট্রাকে উঠানো হচ্ছে। আড়িয়ল বিলের পানি নামার আগমূহুর্ত (কার্তিক মাসব্যাপী) শাপলার ব্যবসা করবো।