ঢাকা

ধামরাই প্রেসক্লাব নির্বাচন: সভাপতি শামীম,রনজিত সহ-সভাপতি ও মাসুদ সম্পাদক নির্বাচিত

ঢাকা জেলা প্রতিনিধি:ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ এ সভাপতি পদে দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই প্রতিনিধি শামীম খান, সহ-সভাপতি পদে দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি রনজিত কুমার পাল ও সাধারণ সম্পাদক পদে আলোকিত প্রতিদিন পত্রিকার ধামরাই উপজেলার সংবাদদাতা মাসুদ রানা নির্বাচিত।

সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উৎসব মুখর আনন্দঘন পরিবেশে শনিবার (৯ সেপ্টেম্বর) ধামরাই পৌরসভার ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দিরের রথ মেলাঙ্গনের যাত্রাবাড়ীস্হ মাঠ সংলগ্ন রনজিত সুপার মার্কেটের দোতলায় ধামরাই উপজেলা প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয় বিরতিহীন ভাবে দুপুর ১টা পর্যন্ত ভোটারগন তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তার দায়িত্বে ধামরাই থানা পুলিশের সদস্যরা তাদের দায়িত্ব পালন করেছেন। এ’নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪ জন। সকল ভোটারগন তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গ্রহণ শেষ হলে আধা ঘন্টা বিরতি দিয়ে প্রার্থীদের উপস্থিতিতে ভোট গননা শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান ও অপর দুই নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মিজানুর রহমান,অ্যাডভোকেট ভোট গননা শেষ করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান ।

সভাপতি পদে দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি শামীম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সভাপতি পদে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি রনজিত কুমার পাল (বাবু ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সংবাদদাতা মাসুদ রানা ১৬ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এশিয়ান টিভির সাংবাদিক আশরাফুল ইসলাম ৬ ভোট ও আরেক প্রতিদ্বন্দ্বি চ্যানেল এসএ এর ধামরাই উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান ২ ভোট পান।

,যুগ্ন সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী সমপরিমাণ ভোট পাওয়ার ফলে লটারির মাধ্যমে নির্ধারিত হয় তাদের দায়িত্ব পালনের সময় সে মোতাবেক মুভি বাংলা টেলিভিশন এর ধামরাই উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ১২ ভোট পেয়ে (প্রথম বর্ষ), দৈনিক গণমুক্তি পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি মামুন হোসেন ১২ ভোট পেয়ে (দ্বিতীয় বর্ষ) নির্বাচিত,সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ধামরাই প্রতিনিধি ডা: ফজলুর রহমান সবুজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দৈনিক অগ্নিশিখা পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক ভোরের সময় পত্রিকার ধামরাই প্রতিনিধি মোশারফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার ধামরাই প্রতিনিধি কাজী মিজানুর রহমান ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল করিম নির্বাচিত।
ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ এর নির্বাচনী কেন্দ্রে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ হারুন অর রশিদ(পিপিএম ),ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নন্দগোপাল সেন , ধামরাইয়ের প্রবীণ সাংবাদিক বাবু দীপক চন্দ্র পাল, ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ ,পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান,ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান খান হাবিব,আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন ও কালামপুর বণিক সমিতির কার্যনির্বাহী সদস্য মোঃ রাজু আহমেদ সহ আশপাশের উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ এ নির্বাচন দেখতে আসেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button