করোনা থেকে সুস্থ এক কোটি ১৩ লাখের বেশি মানুষ

0
87

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ রোববার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৮০ লাখ ১১ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫৯ লাখ ৯৬ হাজার ৮৮৭ জন চিকিৎসাধীন এবং ৬৫ হাজার ৭০১ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ১৩ লাখ ২৬ হাজার ৯১২ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৩ লাখ ৬২ হাজার ৯০৩ জন, ব্রাজিলে ১৮ লাখ ৮৪ হাজার ৫১, ভারতে ১১ লাখ ৪৬ হাজার ৮৭৯, রাশিয়ায় ছয় লাখ ৪৬ হাজার ৫২৪, চিলিতে তিন লাখ ৩০ হাজার ৫০৭, দক্ষিণ আফ্রিকায় তিন লাখ ৪২ হাজার ৪৬১, পেরুতে দুই লাখ ৮৭ হাজার ১২৭, ইরানে দুই লাখ ৬৫ হাজার ৮৩০, মেক্সিকোতে দুই লাখ ৮৪ হাজার ৮৪৭, পাকিস্তানে দুই লাখ ৪৭ হাজার ১৭৭, সৌদি আরবে দুই লাখ ৩৭ হাজার ৫৪৮, তুরস্কে দুই লাখ ১৫ হাজার ৫১৬, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, ইতালিতে দুই লাখ ২২৯, জার্মানিতে এক লাখ ৯৩ হাজার ৬০০, বাংলাদেশে এক লাখ ৩৬ হাজার ২৫৩, কাতারে এক লাখ সাত হাজার ৫৮৭, কানাডায় এক লাখ এক হাজার ৪৩৬, ফ্রান্সে ৮১ হাজার ৫০০ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার তিনজন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৫৮ হাজার ৫২৫ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৪ হাজার ২৫৫, সিঙ্গাপুরে ৪৬ হাজার ৭৪০, সুইজারল্যান্ডে ৩১ হাজার ৩০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ২৫৯, অস্ট্রেলিয়ায় ১০ হাজার ২০২ ও মালয়েশিয়ায় আট হাজার ৬৪৭ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং ছয় লাখ ৮৮ হাজার ৬৮৩ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।