ভারতে শিপইয়ার্ডে ক্রেন ভেঙে ১০ শ্রমিকের মৃত্যু

0
87

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে শিপইয়ার্ডে ক্রেন ভেঙে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে।

পুলিশের ডেপুটি কমিশনার সুরেশ বাবু জানান শ্রমিকদের কাজ চলার সময় শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রয়টার্স জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকর্মীরা ক্রেনটি কেটে টুকরো টুকরো করে সেটি সরিয়ে ফেলার চেষ্টা করছে। ক্রেনটি সরানোর পরই সেখানে কেউ জীবিত আছেন কিনা তা জানা যাবে।

ভারতীয় গণমাধ্যমগুরো জানায়, দুর্ঘটনার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ওই বিশাল আকৃতির ক্রেনটি কীভাবে হুড়মুড় করে ভেঙে পড়ছে। ওই সময় ক্রেনটির নীচেই কাজ করছিলেন শ্রমিকরা। আচমকা সেটি ভেঙে পড়ায় অনেকেই সরে যেতে পারেননি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি দুর্ঘটনার খবর পাওয়ার পর বিশাখাপত্তনম জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।