লাইফস্টাইল

এডিট করা যাবে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি-ভিডিওর ক্যাপশন

বেশ কিছুদিন আগেই ছবি, ভিডিও এবং জিফ ফাইলের সঙ্গে ক্যাপশন দেওয়ার সুবিধা এনেছে জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অর্থাৎ কাউকে কোনো ছবি বা ভিডিও পাঠালে সেটার সঙ্গে প্রয়োজনমতো একটি ক্যাপশন জুড়ে দিতে পারবেন। তবে এবার এই ফিচার আরও উন্নত হচ্ছে। এখন থেকে ছবি বা ভিডিও পাঠানোর পর সেই ক্যাপশন এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

এর আগে হোয়াটসঅ্যাপের এই এডিটিং ফিচারটি কেবল টেক্সট মেসেজের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। এখন তা মিডিয়া মেসেজের ক্ষেত্রেও নিয়ে আসা হচ্ছে। একটা মেসেজ পাঠানোর পরবর্তী ১৫ মিনিট পর্যন্ত মিডিয়া মেসেজ তথা ছবি বা ভিডিওর জন্য আপনার তৈরি করা ক্যাপশনটি এডিট করে নিতে পারবেন। কেবল অরিজিনাল মেসেজের ক্ষেত্রেই এই এডিট ফিচারটি ব্যবহার করা যাবে, ফরোয়ার্ডেড মিডিয়া মেসেজ হলে তা সম্ভব হবে না।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button