প্রবল স্রোতে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙন ,সরঞ্জামাদি নদীগর্ভে

0
84

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড এলাকায় পদ্মার আকস্মিক তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে পদ্মা সেতুর ৩০টি রোডওয়ে স্লাবসহ বিভিন্ন সরঞ্জামাদি। আজ শুক্রবার দুপুর ২টার দিকে পদ্মার প্রবল স্রোতে আকস্মিক এ ভাঙন শুরু হয়। ভাঙন এখনও চলমান রয়েছে।

পদ্মা সেতুর প্রধান নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শুক্রবার দুপুর ২টার দিকে পদ্মার প্রবল স্রোতে আকস্মিক এ ভাঙন শুরু হয়। ভাঙন এখনও চলমান রয়েছে। ইতোমধ্যে এ ভাঙনে ৩০টিরও বেশি রোডওয়ে স্লাব ও পাইপসহ আরো অনেক সরঞ্জামাদি নদীগর্ভে চলে গেছে। ভাঙন এখনও চলমান থাকায় পর্যায়ক্রমে আরো জিনিসপত্র চলে যাচ্ছে।