শ্রীনগরে বিষধর রাসেল ভাইপার
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকায় একটি বিষধর রাসেল ভাইপার সাপকে পিটিয়ে মারা হয়েছে।
গত রবিবার সাড়ে রাত ৮ টার দিকে বসতবাড়ির পাশের রাস্তায় সাপটিকে দেখতে পায় স্থানীয়রা। প্রথমে সাধারণ সাপ ভেবে মেরে ফেলা হয়। পরে জানতে পারে রাসেল ভাইপার সাপ। জানার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করে। ধারনা করা হচ্ছে সাপটি পদ্মা নদীর পানিতে ভেসে তীরবর্তী এলাকার ভাগ্যকুলের মান্দ্রা গ্রামের লোকলয়ে এসে পরে।
স্থানীয়রা জানায়, মান্দ্রার হারিজ সরদারের বাড়ির পাশের রাস্তায় সাপটিকে দেখতে পেয়ে পিটিয়ে মারেন তারা। মো. হারিজ সরদার বলেন, যখন জানা গেছে এটি বিষাক্ত রাসেল ভাইপার এটি পৃথিবীতে বিষধর সাপের মধ্যে অন্যতম তখন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাসেল ভাইপার সাপটি প্রায় ২ ফুটের মত লম্বা ছিল।
শ্রীনগর উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেন খান সাপটি দেখে নিশ্চিন করেন এটি রাসেল ভাইপার। তিনি জানান, সাপটি রাজশাহী অ লে বেশী রয়েছে। বর্ষা মৌসুমে এই সাপ নদী পথে ভেসে আসতে পারে। নিজেদের সচেতন রাখতে হবে। বিষাক্তমুক্ত সাপ দূরে রাখতে ঘরে কার্বলিক এসিডের ব্যবহার করার পরামর্শ দেন তিনি।