আন্তর্জাতিক

নাইজারে অতর্কিত হামলায় ১৭ সেনা নিহত

উত্তর আফ্রিকার দেশ নাইজারে অস্ত্রধারীদের হামলায় ১৭ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হন আরও ২০ জন। ঘটনাটি প্রতিবেশী মালির সীমান্তের কাছে ঘটেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বিবৃতিতে জানিয়েছে, নাইজার সশস্ত্র বাহিনীর (এফএএন) একটি বিচ্ছিন্ন দল বনি ও তোরোদির মধ্যে সংঘর্ষ চলা অবস্থায় অতর্কিত হামলার শিকার হয়। ঘটনা ঘটে কাওতুগৌ শহরের কাছাকাছি। পাল্টা হামলায় শতাধিক অস্ত্রধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে। আহত সেনাদের দ্রুত উদ্ধার করে রাজধানী নিয়ামিতে নেওয়া হয়েছে।

গত দশকে মালি, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চল এবং পশ্চিম নাইজারে জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও আইএসের ঘাঁটি হয়ে উঠেছে। কয়েক বছরে এই অঞ্চলে প্রচুর রক্তপাত ঘটেছে। ধর্মীয়ভিত্তিক সহিংসতার ঘটনাও বেড়েছে। প্রায়শই হামলা হচ্ছে নিরাপত্তা বাহিনীর ওপর।

নাইজারে রাজনৈতিক অস্থিরতা চলা অবস্থায় সেনাদের ওপর হামলা হলো। গত জুলাইয়ে সামরিক অভ্যুত্থানে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। পুরো ক্ষমতা এখন তাদের হাতে। বন্দি রয়েছেন প্রেসিডেন্ট।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button