আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াহাব রিয়াজ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াহাব রিয়াজ। আজ বুধবার এক ঘোষণার মাধ্যমে এমনটি নিশ্চিত করেন পাকিস্তানের ফাস্ট বোলার। খবর জিও নিউজের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে অবসরের ঘোষণা দেন ওয়াহাব। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলে যাবেন ৩৮ বছর বয়সী এই বাঁহাতি।
অবসর নিয়ে ওয়াহাব লিখেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে সরে দাঁড়ালাম। অসাধারণ এই যাত্রা শেষে আমি সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিক বিদায় জানানোর। অনেক বড় ধন্যবাদ পিসিবি, আমার পরিবার, কোচরা, মেন্টর, সতীর্থ, ভক্ত ও সবাইকে, যারা এতদিন আমাকে সমর্থন দিয়েছেন।
তিনি আরও যোগ করেন, বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রোমাঞ্চকর সময়ের অপেক্ষা করছে।
ওয়াহাবের ২০০৮ সালে পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়। তবে ২০১০ সালে প্রথম টেস্ট খেলেন তিনি।
লাহোরে জন্ম হওয়া এই তারকা ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে সব ফরম্যাট মিলিয়ে তার ২০০টির ওপর উইকেট রয়েছে।