পুঠিয়ায় আবারো গত তিনদিনে শিশু সহ ১১ জন করোনায় আক্রান্ত

0
102

পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় আবারো গত তিনদিনে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আক্রান্তরা হলেন, উপজেলার ধোপাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী তারা বেগম (৩৮), উপজেলার ধোকড়াকুল সাব-সেন্টারের কোয়াটারে বসবাসরত সাব্বির হোসেনের মেয়ে সানজিতা তাসমিন সাবা (০৭), উপজেলার বানেশ্বর নয়াপাড়া গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাশেদ হাসান (২৮), পুঠিয়া পৌরসভার কাঁঠাবাড়িয়া ৭নং ওয়ার্ডের (ঢাকাপাড়া) মৃত জিয়ারত মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৬৬), সিরাজুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৬০), পুঠিয়া পৌরসভার একই ওয়ার্ডের সায়েম সাগরের স্ত্রী রহিমা আক্তার রিমি (২২), ফয়েজ উদ্দিনের স্ত্রী রাহেলা বেগম (৪২), ফয়েজ উদ্দিনের মেয়ে শারমিন নাহার মুক্তা (২২), ফয়েজ উদ্দিনের মেয়ে সাদিয়া আক্তার রূপকথা (১২), সায়েম সাগরের মেয়ে সাবিহা জান্নাত ইশা (০৩) ও একই ওয়র্ডের মৃত ভবেশ কুমার পালের ছেলে সোহাগ কুমার পাল (২৯)। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নাজমা আক্তার জানান, গত ২৭ জুলাই তারা বেগম রামেক হাসাপাতালে নমুনা দেন ও ২৭ তারিখে তার রির্পোট পজেটিভ আসে এবং সানজিতা ও রাশেদ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ তারিখে নমুনা দেন এবং তাদের রির্পোট ২৮ তারিখে পজেটিভ আসে এবং বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা দেন ২৯ তারিখে দেন এবং গতকাল ৩০ জুলাই বৃহস্পতিবার তাদের রির্পোট পজেটিভ আসে।

তবে একধিক রোগিদের অভিযোগ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাদের ব্যপারে কোন ধরনের খোজখবর নেওয়া হচ্ছেনা এবং ওষুধ পত্র দেওয়া হচ্ছে। অভিযোগের বিষয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নাজমা আক্তার জানান, আক্রান্তরা বাড়িতেই আইসোলেশনে থাকবেন। বর্তমানে যেহেতু করোনার সংক্রামণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তাই তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ওষুধ নিতে হবে বলে তিনি জানান। এবিষয়ে বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান বলেন, আক্রান্তের বিষয়ে খোজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।