ফুলবাড়ী ২৯ বিজিবি গত ৭ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ২কোটি ৫০ লক্ষ ৭০ হাজার টাকা মালামাল আটক।

0
83

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ২৯বিজিবি সীমান্ত এলাকায় গত ৭মাসে চোরাচালান অভিযান চালিয়ে ২ কোটি ৫০ লক্ষ ৭০ হাজার টাকার মাদক সহ অন্যন্য মালামাল আটক করেন। ফুলবাড়ী ২৯ বিজিবি গত ১লা জানুয়ারি ২০২০ হতে ৩০জুলাই ২০২০ পর্যন্ত ৮০ কিলোমিটার সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১৮ হাজার ৩৩ বোতল ভারত থেকে চোরা পথে আসা ১ কোটি ৬২ লক্ষ ৯১ হাজার ৭৬ টাকার মাদক আটক করেন।

এর মধ্যে লুজ ফেন্সিডিল ৫০০ গ্রাম, বিদেশি মদ ২ বোতল, দেশি মদ ২ লিটার গাজা ৬০ কেজি, ইয়াবা ২২১৭ পিচ, সেনেগ্রা ১২ পিচ, যৌন উত্তেজক সিরাপ ৪১৫৬ বোতল, বুপ্রেনরপিন ইনজেকশন ৬২৫২ পিচ, পাতার বিড়ি ৫৪০ প্যাকেট ও গাঁজার গাছ ৪ টি। অন্যান্য আটক কৃত মালামালের মধ্যে রয়েছে,কিটনাশক,পান,সেম্পু,গরু,লবন,ফল,বাইসাইকেল,আতশবাজি এবং দেশীও বিভিন্ন ধরনের ঔষধ। যাহার মুল্য ৮৭ লক্ষ ৭৯ হাজার ৬৩২ টাকা। আটক ধৃত আসামীর সংখ্যা ১০৩ জন।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনাকয় লে.কনের্ল শরীফ উল্লাহ আবেদ(্এস জিপি) তিনি সাংবাদিককে জানান সীমান্তের সকল বিওপির দায়িত্বে নিয়োযিত বিজিবির সকল পদস্ত সৈনিক গন এবং আমার নিরলস প্রচেষ্টায় সীমান্তে অভিযান চালিয়ে এই বিপুল পরিমান টাকার মালামাল আটক করতে সক্ষম হই।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনাক লে.কনের্ল শরীফ উল্লাহ আবেদ(এস জিপি) দায়িত্ব ভার পাওয়ার পর সীমান্ত এলাকায় নারী, শিশু পাচার, সীমান্ত হত্যা বন্ধ কল্পে তিনি নিরলস ভাবে কাজ করছেন। এছাড়া সারাদেশে করোনা ভাইরাসের কারণে অসহায় খেটে খাওয়া মানুষদের কাজ কর্ম বন্ধ হয়ে যাওয়ায় বিপুল পরিমাণ অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন। চলতি মাসে ভয়াবহ বন্যার কারণে দিনাজপুরের ২৯ বিজিবির আওতায় খানপুর সীমান্তে ও সুন্দরা সীমান্তে গরীর ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন। তিনি দিনরাত সীমান্ত এলাকায় রাত জেগে চোরাচালান বন্ধ কল্পে অভিযান অব্যাহত রেখেছেন।