বাগেরহাটে বিশ্ব বাঘ দিবসে মানব বন্ধন

0
87

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি : বাঘ আমাদের গর্ব, বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে। তাই যে কোন মূল্যে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা করতে হবে। মানুষের অত্যাচারে সুন্দরবন আজ বিপর্যস্ত। এছাড়া পাচারকারী দলের শক্তিশালী সিন্ডিকেট’র মাধ্যমে প্রতিনিয়ত বাঘ হত্যা করা হচ্ছে। সুন্দরবনের প্রান পশুর নদীকে শিল্প দূষণ কবল থেকে রক্ষা করতে না পারলে বাঘসহ সুন্দরবন ও প্রাণ-প্রকৃতি রক্ষা করা যাবে না। ২৯ জুলাই বুধবার সকালে বাগেরহাটে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার বাংলাদেশ’র আয়োজনে ”সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও” শীর্ষক মানববন্ধনে বক্তারা একথা বলেন।

বুধবার সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। মোংলার ফেরিঘাট চত্বরে এ দিবস উপলক্ষে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ”সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে”, ”পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও”, ”টাইম ফর ন্যাচার” ”ক্লাইমেট জাসটিস নাউ” ”গ্রীণ রিকভারী” ”গ্রীণ জবস” ”স্টপ কোল, স্টপ নিউক্লিয়াির” প্রভৃতি শ্লোগান লেখা প্লাকার্ড-ব্যানার নিয়ে মানববন্ধন করেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে বাপা নেতা নাজমুল হক, কমলা সরকার, আব্দুর রশিদ হাওলাদার, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, কবি জহির কামালসহ অন্যান্যরা বক্ব্য রাখেন।

এছাড়া এদিন বিকেল ৪টায় বাপা এবং পশুর রিভার ওয়াটারকিপার এর আয়োজনে ”বাঘ দিবসে বাঘের গল্প” শীর্ষক বিশেষ ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল সেমিনারে সভাপতিত্ব করেন বাপা’র নির্বাহী সহ-সভাপতি ডা. মোহাম্মদ আব্দুল মতিন। সেমিনার সঞ্চালনা করেন বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিল এবং পশুর রিভার ওয়ারটাকিপার মোঃ নূর আলম শেখ।

“বাঘ দিবসে বাঘের গল্প” শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্যানেল আলোচক ছিলেন সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির, বাঘ বন্ধু মোঃ আলামীন মোছাল্লী, ভিলেজ টাইগার রেসপন্স টিমের নান্টু গাজী, ডলফিন কনজারভেশন টিমের টিম লিডার ই¯্রাফিল বয়াতী, বাঘের আক্রমণের শিকার নুরুজ্জামান সানা, সুন্দরবন ট্যুর গাইড মোঃ নাজমুল হক, দুবলা চরের জেলে নজরুল ইসলাম, শুদ্ধপ্রাণ ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র রায়।