হাইড্রক্সিক্লোরোকুইন ইস্যুতে মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞদের বিপক্ষে ট্রাম্প

0
95

নিজ দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের বিপক্ষে গিয়ে নভেল করোনাভাইরাসের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের ব্যবহারের পক্ষে সাফাই গেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে না কেন, এমন প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমি ওষুধটি ব্যবহারের কথা বলেছি বলেই এটাকে বাতিল করা হয়েছে।’

এর আগে করোনাভাইরাসের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের পক্ষে কথা বলে ভিডিও দেওয়ার কারণে ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রের টুইটার অ্যাকাউন্টে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

এদিকে হাইড্রক্সিক্লোরোকুইন করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর কি না, তা নিয়ে কোনো প্রমাণ মেলেনি এখনো। হাইড্রক্সিক্লোরোকুইন হৃদরোগও তৈরি করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন অনেক বিশেষজ্ঞ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টির বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সুত্রঃবিবিসি