এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার গনমাধ্যমকে তিনি বলেন, আমি মনে করি না, এই ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে। যাদের আটক করা হয়েছে তারা ডাকাত দলের সদস্য। তাদের কাছে থাকা কিছু একটার বিস্ফোরণ হয়েছে। তারপরও তদন্ত হবে। এরপর বিস্তারিত বলা যাবে।
এবিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) (মিডিয়া) ওয়ালিদ হোসেন গনমাধ্যমকে জানিয়েছেন, পল্লবী থানা পুলিশ দুটি আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে রাতে আটক করে থানায় নিয়ে যায়। তাদের কাছে ওজন মাপার মেশিনের মতো একটা যন্ত্র ছিল। ওই যন্ত্রটি ডিউটি অফিসারের কক্ষে রাখা হলে তা বিস্ফোরিত হয়।
তিনি আরও জানান, আটক হওয়া সন্ত্রাসীরা ভাড়াটে খুনি। পুলিশের কাছে তথ্য ছিল, তারা পল্লবীর স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে হত্যা করবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিষয়গুলো পরিষ্কার হবে।
এদিকে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার সাইফুল ইসলাম গনমাধ্যমকে বলেন,পল্লবী থানার ভেতরে সন্ত্রাসীদের ওজন মাপার মেশিন বিস্ফোরিত হওয়ার ঘটনাটির সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা দেখছে না পুলিশ। এটিকে ভাড়াটে সন্ত্রাসীদের কাজ বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)।
তিনি বলেন, ‘তিনজন ভাড়াটে সন্ত্রাসীকে অস্ত্র, গুলি আর ওয়েট মেশিনসহ ধরে আনার পর বুধবার ভোর ছয়টার দিকে ওয়েট মেশিনটি বিস্ফোরিত হয়। এ সময় পুলিশসহ পাঁচজন আহত হন। ঘটনার পর সিটিটিসিসহ পুলিশের সকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আরো কোনো বোমা আছে কি-না তা অনুসন্ধান করে দেখে।
ঘটনাস্থলে উপস্থিত ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃঞ্চপদ রায় সাংবাদিকদেরকে বলেন, ‘নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশ স্থানীয় তিনজন সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি এবং একটি ডিজিটাল ওয়েট মেশিন পাওয়া যায়। আসামিদের নিয়মিত মামলায় নাম রয়েছে।
আসামিরা কেন, কী কারণে বোমাগুলো এনেছিল, সেগুলো কোথা থেকে আনা হয়েছে- সবকিছু বের করা হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে এখন পর্যন্ত কোনো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে কার ওপর হামলার জন্য এসব বোমা তারা সঙ্গে রেখেছিল তা জানার চেষ্টা চলছে।
এদিকে, আজ দুপুরে ডিএমপির পল্লবী থানা পুলিশ গনমাধ্যমকে জানায়, পুলিশের ধারণা, ওয়েট মেশিনের ভেতর বোমা ছিল। মেশিনটি বিস্ফোরিত হলে সেখানে থাকা আরও কয়েকটি বোমা অবিস্ফোরিত থেকে যায়। পরে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট এসে নিষ্ক্রিয়করণে কাজ করে। বোমা দুটি থানার ভেতরেই নিষ্ক্রিয় করা করা হয়েছে।
ঘটনাস্থলে র্যাব, পুলিশ, সিআইডি, পিবিআই, সিটিটিসি, বোম ডিসপোজাল ইউনিটসহ পুলিশের সব ইউনিট কাজ করছে। ঘটনাস্থলের বর্ণনা পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে সব বোমা নিষ্ক্রিয় করার পর বিস্তারিত জানানোর কথা রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের (ইনচার্জ) মো: বাচ্চু মিয়া গনমাধ্যমকে জানান, আজ সকালে পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে পাঁচজন হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে রুমি ও রিয়াজ জরুরি বিভাগে ভর্তি আছেন। এছাড়া পিএসআই অঙ্কুশকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরানুল ও এসআই সজীব প্রাথমিক চিকিৎসা নিয়ে গেছেন।
এদিকে, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন গনমাধ্যমকে জানান, পাঁচজন হাসপাতালে এসেছিলেন। এর মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। একজনকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। রুমি ও রিয়াজকে ভর্তি রাখা হয়েছে। রিয়াজের বাম হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং তার পেটে বড় ধরনের ইনজুরি আছে। তাদের চিকিৎসা চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণে পুলিশ পরিদর্শকসহ (তদন্ত) পাঁচজন আহত হয়েছেন।আহতরা হলেন- পরিদর্শক (তদন্ত) ইমরানুল (৪৮), উপ-পরিদর্শক (এসআই) সজীব (৩০), পিএসআই অঙ্কুশ (২৮), পিএসআই রুমি (২৮)। এছাড়া রিয়াজ (২৮) নামে একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।