মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলায় এক চিকিৎসক সহ নতুন করে আরো১২ জন করোনা পজেটিভ হয়েছে। নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা জাতীয় পরীক্ষাগার ওষুধ ও রেফারেল কেন্দ্র ইনিস্টিটিউট এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবের নিকট হতে প্রাপ্ত রিপোর্টে ১২ জনের করোনা পজেটিভ এসেছে।
নীলফামারী জেলায় নতুন আক্রান্তদের মধ্যে- সদর জেনারেল হাসপাতালের ডা. রঞ্জন রায়, জেনারেল হাসপাতালে ক্যাম্পাসের মাসুদ, মনিরা, শহরের কানছিড়ার মোড়ের ফরহাদ, শাহিপাড়ার জিয়াউর রহমান, জোরদরগায় তাসনিমা, সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নটখানায় শুব্রত দেব, জেসিকা লায়া, একই ইউনিয়নের তরনীবাড়ী গ্রামের বিমল, কুন্দপুর ইউনিয়নের দনি একই গ্রামের চন্দন কুমার রায়, জলঢাকা উপজেলার ধর্মপাল খেরকাঠি গ্রামের বিকাশ ও যামিনী দেবনাথ।
এছাড়া ফলোআপ রিপোর্টে সৈয়দপুর পৌর এলাকার মন্সি পাড়া ৫ নম্বর ওয়ার্ডের রক্সি রায়হান ও নয়াটলা ৪ নম্বর ওয়ার্ডের হামিদুর রহমান করোনা পজেটিভ এসেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪৩ জন। নীলফামারী সদরে ৩০০ জন, জলঢাকা উপজেলায় ৯৮ জন, সৈয়দপুর উপজেলায় ৮৫ জন, ডোমার উপজেলায় ৫৫ জন, ডিমলা উপজেলায় ৬৪ জন এবং কিশোরগঞ্জ উপজেলায় ৪১ জন।
নীলফামারীর উত্তরা ইপিজেডের ৫৫ জন চীনা নাগরিকসহ এপর্যন্ত উত্তরা ইপিজেডে করোনা আক্রান্ত হয়েছে ৯৯ জন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭২ জন, মৃত্যু বরন করেছেন ২ নারী সহ ৯ জন।