পোরশার কোরবানীর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ে জরিমানা

0
219

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার পোরশা নওগাঁ মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার সাপ্তাহীক হাট ইজারাদার ও রেস্টুরেন্ট মালিকের কাছ থেকে মোট ৫৫০০ টাকা জরিমা না করেছেন।

মঙ্গলবার বেলা চারটায় উপজেলার সাপ্তাহীক গাংগুরিয়া হাট কোরবানীর পশু বেচা কেনার সময় বিভিন্ন ক্রেতার কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করায় ইজারা মালিক আরিফুল ও অস্বাস্থ্যাকর দই ও খাবার পরিবেশনে দোকানদার আলমের কাছে ভোক্তা অধিকার আইন ২০০৯/৩৭/৪০০ ধারা মোতাবেক সর্ব মোট ৫৫০০ টাকা নগদ জরিমানা করেন।

ছাগাল ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে এ মোবাইল কোর্ট পরিচালনা করেনা উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার।

ছাগল ক্রেতারা কেন ৩০০/৪০০ টাকা খাজনা নেয়া হচ্ছে জানতে চাইলে বলেন শতকারা হারে দিতে হবে বলে দাবী করেন ইজারাদার আরিফুল।

এহেন অবস্থা দেখে ক্রেতারা নির্বাাহী অফিসারক মোবাইল ফোনে যোগাযোগ করলে তৎক্ষনাত তিনি মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন গাঙ্গুলিয়া ইউপি চেয়ারম্যান জনাব আনিসুর রহমান, পিডিআর রুবেল সহ হাটের গরু ছাগল ক্রেতা বিক্রেতা গন।