মুগদার মান্ডার ঝিলে নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

0
127

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মুগদা থানার মান্ডার কদম আলীর ঝিলে নৌকা ডুবে এক নারী শিক্ষার্থীসহ দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- নাহিদা ওরফে নাঈমা সুলতানা (১৮) ও মৃদুল হাসান রাব্বি (১৭)। দুই শিক্ষার্থীকে  রাত সোয়া ৮টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৬টার দিকে মান্ডার কদমআলী ঝিলে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে, ফায়ার সার্ভিসের সদর দফতর ডিউটি অফিসার মো. রাসেল শিকদার  গনমাধ্যমকে রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান,  মঙ্গলবার বিকালে নৌকা নিয়ে পাঁচ বন্ধু মিলে ঘুরতে গিয়েছিল মুগদা থানার মান্ডার কদমআলী ঝিলে। এসময় নৌকা ডুবে গেলে তিনজন সাঁতরে পাড়ে আসতে পারলেও দু’জন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাদের দু’জনকে পানির নিচ থেকে  রাতে সোয়া ৮টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, নিহতের মধ্যে একজন নারী অপর জন তরুন শিক্ষার্থী। এবিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এদিকে, ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া  রাতে দুইজনের মৃত্যুর বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করে জানান, নিহতদের বাসা মুগদা মান্ডা সরকার বাড়ি এলাকায়। তারা পরস্পর বন্ধু। মৃতদেহ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে।