নেত্রকোনায় পরিবেশ অধিদফতরের বৃক্ষরোপন কর্মসূচী

0
102

ইকবাল হাসান, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি: সবুজে বাঁচি, সবুজ বাঁচাই- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮জুলাই) জেলা পরিবেশ অফিসের আয়োজনে জেলার ঐতিহ্যবারী শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছ রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবীর, সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ অন্যরা।

এ সময় সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, এ কর্মসূচী বাস্তবায়নের আওতায় ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।

বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমুহ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরের মানুষের এগিয়ে আসার আহবান জানান। অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেন সহকারী পরিচালক।