ঘাটাইলে বাল্য বিবাহ বন্ধে কাজীদের লাল কার্ড প্রদর্শন

0
99

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বাল্য বিবাহ বন্ধে বিবাহ নিবন্ধন আইন ও কাজীদের ভূমিকা শীর্ষক এক কর্মশালা আজ মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর কার্যালয়ের প্রশিক্ষন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহনকারী কাজীরা বাল্য বিবাহ বন্ধে বাল্য বিবাহকে লাল কার্ড প্রর্দশন করেন।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর উদ্যোগে কর্মশালায় প্রধান অতিথী ছিলেন ঘাটাইল উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মোঃ আব্দুল মালেক। বিশেষ অতিথী ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম।

উপজেলার জামুরিয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মিনারা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কাজী খন্দকার আব্দুর রহিম, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ঘাটাইল শাখার প্রোগ্রাম অফিসার জেমস্ সানি বৈরাগী প্রমূখ। কর্মশালায় উপজেলার সকল কাজী গণ অংশগ্রহন করেন।

এনজিও প্রতিনিধি শিক্ষকমন্ডলী ও গন্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে উপস্থিত কাজীসহ সকলে বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন এবং বাল্য বিবাহ না বলেন।