বেনাপোল সীমান্তে টায়ারের ভিতর মিললো ৪০০ বোতল ফেন্সিডিল

0
96

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে টায়ারের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। চোরাকারবারীরা টায়ারের ভেতর লুকিয়ে তা পাচারের চেষ্টা করছিলো।

সোমবার (২৭ জুলাই) রাতে বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের মন্দির সড়কের পাশ থেকে এ গুলি উদ্ধার করা হয়।

তবে এ সময় কোন পাচারকারী আটক হয়নি।

৪ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান, বিজিবি যাতে বুঝতে না পারে এজন্য পাচারকারীরা ভারত থেকে টায়ারের ভেতর ভরে ফেনসিডিলের একটি চালান এপারে নিয়ে এসে ছোটআঁচড়া মন্দির সড়কের পাশে অবস্থান করে।
এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।তবে কেউ আটক হয়নি।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে তিনি জানা। তিনি আরো জানান উদ্ধারকৃত ফেনসিডিল ব্যাটালিয়নে জমা হবে।