জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির মহিলা ফোরাম গঠন উপলক্ষে মতবিনিময় সভা

0
131

রনজিত কুমার পাল (বাবু). ঢাকা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহিলা ফোরাম গঠন উপলক্ষে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার(১৯ মে ২০২৩) বিকাল ৪টায় দিকে রাজধানী ঢাকার ১২ কে এম দাস লেন শ্রীশ্রীভোলানন্দগিরি আশ্রমের ২য় তলায় সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কমিটির সমিতির সভাপতি অধ্যাপক শ্রী হীরেন্দ্র নাথ বিশ্বাস এর সভাপতিত্বে ও অনুষ্ঠানের শুরুতে শ্রীমতী সপ্তিকা চক্রবর্তীর গীতা পাঠান্তে শ্রীমতী শিল্পী বালার সঞ্চালনায় বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির মহিলা ফোরাম গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ’মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী রতন চন্দ্র পাল ভৌমিক, শুভেচ্ছাজ্ঞাপনমূলক বক্তব্য রাখেন- শ্রীমতী দোলন ভৌমিক, আদর্শ, উদ্দেশ্যাবলি পাঠ করে ঝনিকা রাণী দাস।
এরপর পরিচিতি ও এক ধর্ম এক বর্ণ এক সমাজ এক সংস্কার সমিতির এ মূলমন্ত্রের আলোকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- শ্রীমতী সাবিত্রী রাণী, কনিকা সরকার, দিপালী রাণী রায়, রীপা ঘোষ, সোনালী ঘোষ, সুবর্ণা অধিকারী, মিতা চৌধুরী, মিনা রাণী দাস, পুষ্প রাণী দত্ত প্রমুখ।
সমিতির কর্মকাণ্ড অবহিত উপস্থিত সকলে সশ্রদ্ধ ধন্যবাদ ও মহিলা ফোরাম গঠনে নিজেদের সম্পৃক্ততায় ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন।

এ’মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।