ভদ্রঘাটে ভিজিডির চাউল বিতরণ

0
229

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১ নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের আওতায় ৫১৮ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলছে।

রবিবার (১৪ মে) সকাল থেকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে ভিজিডির চাউল বিতরণের দ্বিতীয় দিনে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

চাউল বিতরণের উদ্বোধন করেন ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক খান। এসময় উপস্থিত ছিলেন, তদারকি কর্মকর্তা (ট্যাগ)অফিসার আব্দুর রাজ্জাক।

এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে ভদ্রঘাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক খান বলেন। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুদা হবে নিরুদ্দেশ ইনশাআল্লাহ।