নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ

0
104

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা ১০০ মিলিয়ন ডলারের মামলা খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। ২০২১ সালে এই মামলা দায়ের হয়েছিল।

ট্রাম্পের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছিল মার্কিন সংবাদমাধ্যমটি। এ নিয়ে পুলিৎজারজয়ী সিরিজও রয়েছে তাদের। বুধবার (০৩ মে) নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়েছে, এই মামলার সমস্ত খরচ ও আইনি ফি দিতে হবে ট্রাম্পকেই।

মামলায় সংবাদপত্রটি ছাড়াও ভাগ্নি মেরি ট্রাম্পকে অভিযুক্ত করেছিলেন সাবেক প্রেসিডেন্ট। মেরি ও তিনজন সাংবাদিক মিলে ট্রাম্পের করের রেকর্ড হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেছিলেন, এটাই ছিল তার দাবি। আদালত সংবাদপত্র ও সেখানে কর্মরত সাংবাদিকদের ছাড় দিলেও এখনও ছাড় দেয়নি মেরি ট্রাম্পকে। তবে আদালতের রায়কে স্বাগত জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি সন্দেহজনক কর স্কিমের মাধ্যমে লাখ লাখ ডলারের মালিক হয়েছেন। যদিও ট্রাম্পের দাবি, তিনি নিজে নিজেই ধনকুবের হয়ে উঠেছেন। ২০১৮ সালে এ সংক্রান্ত তদন্ত শুরু করে নিউইয়র্ক টাইমস।

সূত্র : বিবিসি