নান্দাইলে জুয়াড়ি সাঁতরে পালানোর সময় গ্রেপ্তার

0
84

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইলে চার জুয়ারিকে সাজা দিলেন ইউএনও মোঃ এরশাদ উদ্দীন।

ঘটনার বিবরণে জানা যায়, এস আই আনোয়ার হোসেন বলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার খারুয়া ইউনিয়নের আড়ালিয়া বিলের মাঝখানে মৎস্য খামারের পাড়ে একদল জুয়াড়ি বসে জুয়া খেলছে।

ঘটনাটি জানার নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদের নির্দেশ ক্রমে আমার নেতৃত্বে ৯ জনের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে বিল সাতরিয়ে চার জন জুয়াড়িকে ধরতে সক্ষম হই।

আটককৃতরা হলো উপজেলার কোণাপাছরুঁখি মৃত আঃ খালেকের পুত্র বকুল মিয়া একই গ্রামের মৃত আবু তাহেরের পুত্র আজাহারুল ইসলাম । শেরপুর গ্রামের মৃত আঃ রশিদের পুত্র আওয়াল বেপারি,কামালপুর গ্রামের আঃ খালেকের পুত্র আজিবুর রহমান।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যাককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

তিনি জানান, তারা সকলেই সমাজবিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকায় এই শাস্তি প্রদান করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ১৩ হাজার ১০০ একশত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।