মুজিব বর্ষ উপলক্ষে দিনাজপুর শহর শাখার ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক বৃক্ষরোপন

0
96

চৌধুরী নুপুর নাহার তাজ, নিজস্ব প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটি দেশের মোট আয়তনের শতকরা২৫ ভাগ বনভূমির প্রয়োজন। বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদ ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য গাছপালা লাগানো ও তার পরিচর্যার প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দিনাজপুর শাখার ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ।

মুজিব বর্ষ উপলক্ষে দিনাজপুর শহর শাখার ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত ছিলেন পুলহাট ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু বিজয় কুমার দাস, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাসুম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনোস হেমরম, দপ্তর সম্পাদক ময়মুন হোসেন, দক্ষিণ কসবা মহল্লা কমিটির সভাপতি আব্দুর রহমান পান্না, মিস্ত্রীপাড়া ও তালপট্টির মহল্লা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেকে।